নড়াইল মহাসড়কে বাস চাপায় প্রাণ গেলো এক বৃদ্ধর

মো. নূরুন্নবী, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় বাস চাপায় হারেজ মোল্যা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-ভাটিয়াপাড়া মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মমিন মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে হারেজ মোল্যা নামের ওই বৃদ্ধ বাইসাইকেল যোগে গীলাতলা থেকে এড়েন্দা এলাকার দিকে যাচ্ছিলেন, প্রতিমধ্যে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে তার চালিত বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঘাতক বাসটি ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে। এসময় স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে রাখলে সড়ক স্বাভাবিক রাখতে সেনা বাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, বসুপুটি এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। https://youtu.be/qN7a-ygLDxs?si=owxg8cGud2PqcJ-m

অক্টোবর 29, 2024 - 14:12
 0  6
নড়াইল মহাসড়কে বাস চাপায় প্রাণ গেলো এক বৃদ্ধর

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow