পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে তাকে আদালতে তোলা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। এরপর আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এ নিয়ে বিচার শুরুর পর দুইজন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হলো। এর আগে, গতকাল বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করে ঢাকায় পাঠানো হয়। গত ২৭ অক্টোবর আসামি শহীদুলসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শতাধিক মানুষকে গুলি করে হত্যাসহ পুলিশের এপিসি থেকে শিক্ষার্থী ইয়ামিনকে নির্মমভাবে ফেলে দেয়া ও হত্যার ঘটনায় অভিযুক্ত শহিদুল। একজন শিক্ষার্থীকে অর্ধমৃত অবস্থায় এভাবে পুলিশের গাড়ি থেকে ফেলে দেয়ায় তার দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলে আশুলিয়ায় লাশের স্তূপে আরও লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।

অক্টোবর 31, 2024 - 17:26
 0  3
পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow