বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক প্রযুক্তির নড়াইলে মাঠ দিবস অনুষ্ঠিত
মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর কৃষি সম্প্রসারণ অধদিপ্তরের আয়োজনে সোমবার তুলারামপুর ইউনিয়নের বামনহাটে বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ক প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। “ক্লাইমেট-র্স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরির্বতন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষাণী মল্লিকা রায় বস্তা পদ্ধতিতে আদা চাষ প্রর্দশনীটি বাস্তবায়ন করেন। তিনি তার লিচু বাগানের অব্যবহৃত জায়গায় একসাথে ১০ হাজার বস্তায় আদা চাষ করেন। উক্ত মাঠ দিবসে প্রর্দশনীর কৃষাণী মল্লকিা রায় জানান কৃষি অফিস থেকে বস্তা পদ্ধতিতে আদা চাষের প্রশিক্ষণ নিয়ে উদ্বুদ্ধ হয়ে এই কার্যক্রম শুরু করেন। তিনি বস্তায় মাটি প্রস্তুুতি থেকে বীজ রোপণ এবং অন্যান্য পরিচর্যা সর্ম্পকে উপস্থিত কৃষকদের অবহিত করেন। তিনি আরো জানান তার এই কার্যক্রমে প্রায় ০৪ (চার) লক্ষ টাকা খরচ হয়েছে এবং তিনি প্রায় ২০ (বিশ) লক্ষ টাকা আয় করবেন বলে আশা প্রকাশ করেছেন। উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধদিপ্তরের উপপরিচালক মোঃ আশেক পারভেজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার সৌমিত্র সরকার, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ, উপসহকারী কৃষি অফিসার, সংশ্লিষ্ট ব্লক ও শতাধিক কৃষক- কৃষাণী। মাঠ দিবস অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলার কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা জানান চাষ অনুপযোগী জমি, রাস্তার পাশে, খালের পাড়ে বা নীচু জমিতে বস্তা পদ্ধতিতে আদা বা লতা জাতীয় সবজি চাষ করে সহজেই জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। বস্তা পদ্ধতিতে আদা চাষ করলে আদার কন্দপচা রোগ নিয়ন্ত্রন করা যায়, হঠাৎ অতি বৃষ্টিতে পানি জমে গেলেও তেমন ক্ষতি হয় না, তাই এটি খুবই কার্যকরী একটি প্রযুক্তি। এছাড়া প্রতিটি বাড়িতে যদি ৪-৫ টি করে বস্তায় আদা চাষ করা যায় তবে তাদের পারিবারিক চাহিদা পূরণ করা সম্ভব হয়। এসময় উপস্থিত কৃষক কৃষাণীদের মাঝে এই প্রযুক্তি বাস্তবায়নে ব্যপক সাড়া পড়ে।
আপনার অনুভূতি কী?