রামপালে শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা ছাত্রদলের লিফলেট বিতরণ

Open Plz রামপাল (বাগেরহাট) প্রতিনিধি || রামপাল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদরাসা ও সোনাতুনিয়া এ, কে নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যে কেমন শিক্ষাঙ্গন চান, এ সম্পার্কিত বিভিন্ন বিষয় সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ৫ আগস্ট পরবর্তীতে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্র রাজনীতি তারা প্রত্যাশা করেন, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে জানানোর জন্য সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসা ও সোনাতুনিয়া এ.কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এসকল ইস্যুতে মতবিনিময় করেছেন। রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হাওলাদার তুহিনের নেতৃত্বে মতবিনিময় শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন, শিক্ষার্থীদের মতামত নেন এবং শিক্ষাঙ্গনে যাতে ছাত্র রাজনীতির কোন অপব্যবহার না হয় এসব বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। পরে দুই প্রতিষ্ঠানের শিক্ষিকবৃন্দের সাথেও সৌজন্য স্বাক্ষাত করেন ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রওনাকুল ইসলাম তয়ন, মোঃ আকবর আলী, আব্দুল কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ প্রমুখ।

নভেম্বর 12, 2024 - 16:55
 0  5
রামপালে শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা  ছাত্রদলের লিফলেট বিতরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow