লোহাগাড়ায় নগদ টাকা ও ইয়াবা জব্দ। 

লোহাগাড়া চট্টগ্রাম (প্রতিনীধি) চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবককে আটক করেছে লোহাগাড়া  থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উনচল্লিশ হাজার আটশত টাকার নোট, একটি হুইল পেপার রোল এবং এক শত ছিয়াশি পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।   গ্রেফতারকৃত'র   নাম মোঃ জেয়াবুল হক(৪৫)। সে উপজেলা লোহাগাড়া সদরের দরবেশ হাট আকবর পাড়ার আব্দুল হাকিমের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ( ৬এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এসআই মোঃ এনায়েত হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স ও  বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের (১নং) ওয়ার্ড দরবেশহাট আকবর পাড়া থেকে উনচল্লিশ হাজার আটশত টাকার নোট, একটি হুইল পেপার রোল এবং এক শত ছিয়াশি পিস ইয়াবা ট্যাবলেটসহ জেয়াবুল কে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। লোহাগাড়া থানার (এসআই) জাহেদুল ইসলাম বলেন,আটককৃত জেয়াবুল খুচরা ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।

Apr 6, 2025 - 21:27
 0  10
লোহাগাড়ায়  নগদ টাকা ও ইয়াবা জব্দ। 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow