সমন্বয়ক সারজিস সাহায্য চাইলেন আল্লাহর কাছে

বন্যায় বিপর্যস্ত নোয়াখালী ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চল। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো ভারতের ত্রিপুরার ডিম্বুর জলাধারের বাঁধ খুলে দেওয়া হয়েছে। এরপর বাধেঁর স্লুইসগেট খুলে দেওয়ায় বন্যায় বিপর্যস্ত হয়েছে পড়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। বন্যার ভয়াবহতায় জরুরি বন্যাকবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এছাড়া বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। দেশের এমন পরিস্থিতিতে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এ স্ট্যাটাসে তিনি আল্লাহর কাছে সাহায্য চান।সারজিস স্ট্যাটাসে লিখেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর... হে আল্লাহ, আপনি আমাদেরকে বন্যা সহ সকল প্রকার প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা করুন ৷এর আগে দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।বুধবার (২১ আগস্ট) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ ফেসবুক বার্তায় জানান, ‘দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সবাই এগিয়ে আসুন।’ এর আগে আরেক সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুক বার্তায় জানান, ‘দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সবাই এগিয়ে আসুন।’

আগস্ট 21, 2024 - 20:03
 0  4
সমন্বয়ক সারজিস সাহায্য চাইলেন আল্লাহর কাছে

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow