চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মশাল মিছিল

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নশরতপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে এক মশাল মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা। গত ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের সুইহারিবাজার থেকে মো. জোবায়দুর রহমানের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইউপি কার্যালয়ে গিয়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা। এসময় নশরতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর ওহাবের অনিয়ম, দুর্নীতি, অর্থ আতœসাৎ, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে বক্তব্য রাখেন মো. জোবায়দুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুস সবুর, আব্দুর রশিদ প্রমূখ। এসময় বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান আব্দুল ওহাবের অপসারণ দাবি করেন। উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব আতœগোপনে রয়েছেন। এরপর থেকে দায়িত্ব পালন ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম লাইলী। এছাড়াও উপজেলার ফতেজংপুর ইউনিয়নে নুর মোহাম্মদ লুনার ও সাঁইতাড়া ইউনিয়নের সন্তোষ রায়কে অপসারণের একই দাবিতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নভেম্বর 14, 2024 - 17:43
 0  16
চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মশাল মিছিল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow