আওয়ামীলীগ রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিলঃ আমীরে জামায়াত

খুলনা ব্যুরোঃ খুলনায় সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামীলীগ রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। যার অংশ হিসেবে জুডিশিয়ালী ক্যু করার অপচেষ্টা করে। তাতে ব্যার্থ হয়ে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ আনে। কিন্তু দেশপ্রেমিক জনগন তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে তিনি বলেন, তাদের যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সত্য কথা লিখুন। বিগত ১৫ বছরে জামায়াতকে ভিন্নভাবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আজ সত্য কথা লেখার সুযোগ পাচ্ছেন বলেই জামায়াত সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমীর আরও বলেন, আমরা একটি নতুন ও কল্যানকর রাষ্ট্র গঠন করতে চাই। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা। সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মান করা সম্ভব বলেও তিনি মনে করেন। আওয়ামীলীগকে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে আমীরে জামায়াত বলেন, ২০০৯ সালে ক্ষমতায় এসেই বিডিআর হত্যাকান্ডের মাধ্যমে ৫৭জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপর পর্যায়ক্রমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা, শাহবাগে অসভ্য জমায়েত এবং সর্বশেষ জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা করে আওয়ামীলীগ প্রমাণ করেছে তারা গণহত্যাকারী দল। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, পট পরিবর্তনের পর দেশে আ’লীগের একজন কর্মীও খুন হয়নি। অথচ ওবায়দুল কাদের বলেছিলেন, আ’লীগ ক্ষমতা হারালে দেশের পাঁচ লাখ লোক মারা যাবে। অর্থাৎ আ’লীগ নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারেনা বলে জনগনকেও একই মনে করে। কিন্তু দেশের জনগন দেখিয়ে দিয়েছে তারা কান্ডজ্ঞানহীন নয়। সুুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় সুধী সমাবেশে বক্তৃতা করেন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ। বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আজ নিজেই নিষিদ্ধ হয়েছে। বিগত সাতের বছরের জুলুম-নির্যাতন, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, মানুষের বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামীলীগ। কিন্তু জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আজ মানুষ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে। যে স্বাধীনতা আমাদের নতুন প্রজন্ম এনে দিয়েছে তাকে আর যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রেসক্লাব পরিদর্শনে আমীরে জামায়াতঃ এর আগে জামায়াতের আমীর ও সেক্রেটারী জেনারেল ৫ আগষ্ট পরবর্তী খুলনা প্রেসক্লাবের ধংসযজ্ঞ পরিদর্শন করেন। পরে তারা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। আমীরে জামায়াত এসময় প্রেসক্লাবের উন্নয়নে জামায়াতের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। প্রেসক্লাবের অন্তর্বর্তীকালী কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের পরিচালনায় এসময় অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

Sep 27, 2024 - 21:04
Sep 27, 2024 - 21:16
 0  4
আওয়ামীলীগ রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে  দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিলঃ আমীরে জামায়াত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow