খুলনায় সাবেক দুই এমপিসহ ৭৫ জনের নামে মামলা

খুলনায় বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক দুই এমপিসহ ৭৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) নগরীর ৭নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে মো. ইলিয়াস শেখ নামে এক ব্যক্তি বাদী হয়ে খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, নগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনসহ ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।খালিশপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আশীষ মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আগস্ট 21, 2024 - 19:10
 0  12
খুলনায় সাবেক দুই এমপিসহ ৭৫ জনের নামে মামলা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow