ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’

কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি কাপড়ের দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’ লেখা। পরে বিষয়টি দেখতে পেয়ে দোকান কর্তৃপক্ষ বোর্ডটি নামিয়ে ফেলে। মোবাইল ফোন অ্যাপস নিয়ন্ত্রিত ডিজিটাল সাইন বোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে কোনো চক্র এ রকম লেখা লিখে দিতে পারে বলে অভিযোগ দোকান মালিকের। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাগেশ্বরী পৌরসভার আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামের একটি দোকানের ব্যবহৃত ডিজিটাল সাইনবোর্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে লাগানো বোর্ডটিতে হঠাৎ করে ভেসে উঠতে থাকে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’। চার খণ্ডে এ লেখাটি পর পর ভেসে উঠে। পরে বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে প্রথমে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে বোর্ডের লেখা প্রদর্শন বন্ধ করেন। এরপর বোর্ডটি খুঁটি থেকে নামিয়ে ফেলে। বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের মালিক শহিদুল ইসলাম জানান, এক বছর আগে বোর্ডটি ঢাকা থেকে কিনে আনি। বোর্ডটিতে দোকানের নাম ‘বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন’ প্রদর্শন হয়ে আসছিল। প্রতিদিন সন্ধ্যার পর এটি চালু করা হয়। এটিতে লেখা পরিবর্তন বা নিয়ন্ত্রণ মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। হঠাৎ করে শনিবার সন্ধ্যায় আগের লেখা পরিবর্তন হয়ে এ রকম লেখা ভাসতে থাকে। কোনো চক্র হয়তো অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এ রকম লেখা লিখে দিয়েছে। তিনি আরও বলেন, ঘটনার দিন আমি ঢাকায় অবস্থান করছিলাম। পরে দোকানের কর্মচারীকে ব্যানারটি নামিয়ে ফেলতে বলি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমিও একটি সাধারণ ডায়েরি করব। যারা এ কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম কালবেলাকে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডিজিটাল বোর্ডটি থানায় এনেছে পুলিশ। দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ফেব্রুয়ারি 24, 2025 - 13:40
 0  2
ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow