ফিফা ওয়ার্ল্ডকাপের ফেসবুক পেজে রোনালদোর রিলসে স্থান রাফার গান ‘আমি আকাশ পাঠাব’

ফিফা ওয়ার্ল্ডকাপ চিরকুটের ‘জাদুর শহর’ গানটি পোস্ট করার পর এবার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির ফেসবুক পেজে ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদোর একটি রিলসে ব্যবহার করা হয়েছে রাফার জনপ্রিয় গান ‘আমি আকাশ পাঠাব’। গত রোববারে, ব্রাজিল ফুটবল তারকা রোনালদোর জাদুকরি খেলার একটি ভিডিও-র সঙ্গে যুক্ত করে গানটি শেয়ার করে সংস্থাটি। এরপর সেই রিলসটি নিজের অফিসিয়াল ফেসবুক থেকে শেয়ার করেছেন অ্যাভয়েড রাফা ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট রাফা। ফিফা ওয়ার্ল্ডকাপের পেজ থেকে রিলটি শেয়ার করে রাফা লিখেছেন, ‘এটি আমাদের ব্যান্ডের জন্য এটি গর্বের মুহূর্ত। ধন্যবাদ ফিফা। এটা আমার কাছে অনেক কিছু।’

Sep 25, 2024 - 16:06
 0  8
ফিফা ওয়ার্ল্ডকাপের ফেসবুক পেজে রোনালদোর রিলসে স্থান রাফার গান ‘আমি আকাশ পাঠাব’

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow