বৃষ্টিতে যশোর প্লাবিত জুম্মার নামাজ কাজা অনেকের

যশোর প্রতিনিধি: টানা ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের নিম্নাঞ্চল। বৃষ্টির কারণে অনেকে নামাজ পড়তে যেতে পারেনি। শুক্রবার দুপুরে দু’ঘন্টায় যশোরে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এদিন সকাল থেকেই যশোরের আকাশে আলো আধারির খেলা চলছিল। সকাল ১০টা পর্যন্ত রোদ থাকলেও ১১টা নাগাদ মেঘের আনাগোনা শুরু হয়। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয় একটানা ঝুম বৃষ্টিপাত। যা চলে দুপুর প্রায় আড়াইটা পর্যন্ত। অঝোর ধারার এ বৃষ্টিপাতে নিমিষেই তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চল। আচমকা ঘরবাড়িতে পানি উঠে যায়। যা নিয়ে বিপদে পড়ে যায় নিম্নআয়ের মানুষেরা। বৃষ্টিতে ভিজেই তাদের ঘর গোছানো ও দুপুরের খাবার খেতে হয়। জুম্মার নামাজের জন্য অনেকে প্রস্তুত নিয়ে বাড়ি থেকে অনেকে মসজিদে যেতে পারেনি। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বের হতে পারেনি। ফলে অনেকের নামাজ কাজা হয়ে যায়।

অক্টোবর 19, 2024 - 09:39
 0  7
বৃষ্টিতে যশোর প্লাবিত জুম্মার নামাজ কাজা অনেকের

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow