যশোরে ফ্যাসিস্ট সরকারের ঘুম, খুন, দুর্নীতির প্রতিবাদে শিবিরের গণমিছিল
যশোর সংবাদদাতা : ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যা সাথে জড়িতদের বিচারের দাবিতে যশোরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ফেব্রুয়ারি) দুপুর ২টায় ইসলামী ছাত্রশিবির যশোর শাখার উদ্যোগে রেলগেট মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা চত্বরে গিয়ে শেষ হয়। ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমদ ইব্রাহিম শামীমের নেতৃত্বে গণমিছিলে ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল থেকে "আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না' ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাই কবরে- খুনি কেন বাহিরে, আবু সাঈদ মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ" স্লোগান দেন নেতাকর্মীরা। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এস এম তানভীর, যশোর শহর শাখা সেক্রেটারি ওবায়দুল্লাহ হোসাইন, প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
আপনার অনুভূতি কী?