অধিভুক্ত ৭ কলেজের বিষয়ে সরকারের সাথে বসতে চায় ঢাবি

অধিভুক্ত ৭ কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধ্যেই আলাদা একটি প্রশাসনিক ব্যবস্থা রাখার বিষয়ে সরকারের সাথে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এ বিষয়ে শিক্ষার্থী, অংশীজন ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে আলোচনার প্রয়োজন রয়েছে। সরকারও আলোচনার বিষয়ে সম্মত হয়েছে। আগামী রোববার (৩ নভেম্বর) এই বৈঠকটি হতে পারে — এমনটা জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। আজ শুক্রবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠককে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারি সাত কলেজ দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি প্রশাসনিক ব্যবস্থা থাকবে। যেখানে আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন। তবে এ কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকবে। এতে আরও বলা হয়, এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সাথে আলাপ করেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অংশীজন ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য সরকার সম্মত হয়েছে। আগামী রোববার (৩ নভেম্বর) এই বৈঠকটি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ঢাবির ভেতরেই একটা নির্দিষ্ট স্থান থেকে সাত কলেজের কার্যক্রম চালানো হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও সাত কলেজ সমন্বিতভাবে কাজ করবে।

নভেম্বর 2, 2024 - 13:17
 0  6
অধিভুক্ত ৭ কলেজের বিষয়ে সরকারের সাথে বসতে চায় ঢাবি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow