পিআইও’র ৮২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম
বান্দরবান প্রতিনিধি— বান্দরবান রোয়াংছড়ির ছাইঙ্গ্যা এলাকায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অর্থায়নে গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নের অধীনে রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা এলাকায় ১ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে, যেখানে নিম্নমানের ইট, বালি এবং পাহাড়ের মাটি ব্যবহৃত হচ্ছে। সড়ক নির্মাণের তদারকি না করেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার। অভিযোগ রয়েছে, সড়কের দু’পাশে রাখা হচ্ছে স্থানীয় ঝিরি থেকে তোলা বালি ও অর্ধভাঙা ইট, যা রাস্তার স্থায়িত্ব নিয়ে সন্দেহ সৃষ্টি করছে। উপজেলা নির্বাহী অফিসার কাজটি বন্ধ রাখার নির্দেশ দিলেও পিআইও’র সহযোগিতায় ঠিকাদার কাজটি অব্যাহত রেখেছেন। সড়ক নির্মাণের জন্য প্রাথমিকভাবে ৮২ লাখ টাকার অর্থায়ন করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান করিম এন্টারপ্রাইজের কাজের তত্ত্বাবধানে উপ-ঠিকাদার হুমায়ন কবির এবং খলিল মাঝি মাঠ পর্যায়ে কাজটি বাস্তবায়ন করছেন। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি ঠিকাদার তাদের সঙ্গে খারাপ আচরণ করছেন। রোয়াংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার জানিয়েছেন, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঠিকাদারকে সতর্ক করা হয়েছে। তবে, কাজ বন্ধ রাখার নির্দেশনা দিলেও, ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি এই কাজ পরিদর্শন করেছেন এবং নিম্নমানের ইট ব্যবহারের কারণে কাজ দুইটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, কাজের মান যদি ঠিক না হয়, তবে সেগুলো নতুন করে করানো হবে।

আপনার অনুভূতি কী?






